চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। সম্প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে তিনি বলেন, মাঝে মাঝে বিপিএল দেখতে গেলে টিভি বন্ধ করে দেন। এমনকি বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন তিনি। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
হাথুরুসিংহের এমন মন্তব্যের একদিন পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, একজন বিদেশি কোচ আমাদের ক্রিকেট বোর্ডের কর্মচারী। গঠনমূলক সমালোচনা আমাদের মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে আসতে পারে। কিন্তু আমি বিসিবিতে কাজ করি, আবার বিদেশি কোচ। তখন বললাম বিপিএলের খারাপ অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছে। এটা তার আচরণবিধি বা নীতিশাস্ত্রের আওতায় পড়ে কিনা।
নাজমুল হাসান পাপনের পর এবার বিষয়টি নিয়ে কথা বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, রিমোট দিয়ে টিভি বন্ধ করার অবস্থা আমার কাছে মনে হয়নি। আমার ব্যস্ততার কারণে গত চারদিন ধরে আমি আমার ম্যাচ দেখিনি। অবশ্য বিপিএলে আমার দেশের খেলোয়াড়রা খেলছে, রিমোট দিয়ে বন্ধ করা বা ঘুরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না।
চ্যাম্পিয়ন হবে কোন দল? মাশরাফি বলেন, রংপুর আমার ফেভারিট মনে হচ্ছে। অবশ্য কুমিল্লা সবসময়ই শিরোপার দৌড়ে থাকে। বরিশালও প্রিয় দল। কিন্তু রংপুর ছিল আমার ফেভারিট মনে হয়েছিল।
উল্লেখ্য, ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন যে আমাদের (বাংলাদেশ) কোনো উপযুক্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা একটু অদ্ভুত শোনাতে পারে। যখনই বিপিএল দেখতে বসি, মাঝে মাঝে টিভির সুইচ অফ করি। এখানে অংশগ্রহণকারী কিছু ক্রিকেটারের মোটেও (যথেষ্ট) ক্লাস নেই।