রাজনীতিকে পুজি করে দীর্ঘদিন ধরেই নানা দুর্নীতি-অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের এক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি। আর এরই মধ্যে এবার হতদরিদ্রদের চাল কালো বাজারে বিক্রি করার জন্য নেয়ার পথে হাতেনাতে ধরা পড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এ সময়ে নিজেকে বাঁচাতে ধস্তাধস্তি করে দৌড়ে পালিয়ে যান তিনি। গতকাল বুধবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উল্লাপাড়া পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি ইউপি সদস্যের পাশাপাশি চাল ডিলারের শিপের ব্যবসা করত। বুধবার রাতে বড়হর ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ হতদরিদ্রদের চাল পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় দুই সাংবাদিকসহ কয়েকজন বাঘুয়া ওয়াপদা মোড়ে অবস্থান নেয়। রাত নয়টার দিকে চাল কালো বাজারে নেয়ার পথে বাঘুয়া মোড়ে চালের ভ্যানসহ ইউপি সদস্যকে তারা ধরে ফেলে। এ সময় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি ধস্তাধস্তি করে পরনের লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির আজাদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ৫শ কেজি চাল উদ্ধারের পাশাপাশি ইউপি সদস্যের রেখে যাওয়া লুঙ্গি-জুতাও উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন হুমায়ন কবির আজাদ।