আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিতর্কিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হিরো আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস জোটের হয়ে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হিরো আলম বলেন, দেখেন আমার ইচ্ছে ছিলো যে কোন দলের হয়ে নির্বাচন করা। আমি এখন পর্যন্ত কোনো বাধার সন্মুখীন হয়নি। যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথেও ভালো সম্পর্ক। আমি তবুও ডিবি কার্যালয়ে গিয়েছিলাম আমার নিরাপত্তার জন্য। প্রতিবারতো আমার সাথে অন্যায়। এবার যেন নির্বাচনটা ঠিক ভাবে করতে পারি। হারুন স্যার আমাকে বলেছে এবার কোন ঝামেলা হবে না।
অন্য কোনো দলে কেন নির্বাচন করেননি জানতে চাইলে হিরো আলম বলেন, বড় কোনো দল আমাকে অফার করলে আমি অবশ্যই তা করব না। বিএনপি এখনো নির্বাচনে আসেনি। আসার সম্ভবনাও একদম ফুরিয়ে যায়নি। আসন্ন নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে আর আমাকে যদি তারা দলীয় মনোনয়ন দেয় আমি তাদের হয়ে নির্বাচন করবো। আমি এটা হাতছাড়া করতে চাই না।
তিনি বলেন, বড় দলের হয়ে নির্বাচন করলে জয়ের সম্ভাবনা বেশি। তিনি বলেন, আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিলে আমি তাদের হয়ে নির্বাচন করতাম।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন হিরো আলম। তখন তিনি বলেন, আমি এই সরকারের অধীনে নির্বাচন করব না।
যদিও পরে তিনি পুনরায় নির্বাচন করার ঘোষণা দেন।