সম্প্রতি গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সভা চলাকালীন দুই এমপির মধ্যকার ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো শুরু হয় ব্যাপক শোরগোল। যেখানে ভিডিওটিতে স্পষ্ট দেখা যায়, হঠাৎ মেজাজ হারিয়ে নওগাঁ-৩ আসনের সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরীর হাত থেকে মাইক কেড়ে নেন বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে বক্তব্য রাখছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। একপর্যায়ে তিনি মঞ্চে বসা সাবেক সংসদ সদস্য আকরাম চৌধুরীর দিকে মাইক্রোফোন ছুড়ে দিয়ে বলেন, ‘যখন নৌকার প্রতি এত ভালোবাসা, তখন মাইক্রোফোন হাতে নিয়ে বলুন, ২০১৮ সালে নির্বাচনে আপনি কি কারো কাছে ভোট চেয়েছেন? এর কোনো প্রমাণ দেখাতে পারবেন? ‘
এরপর আকরাম হোসেন চৌধুরী মাইক্রোফোন হাতে নিয়ে বলেন২০১৮ সালে আমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকায় আইনি জটিলতায় ভোট চাইতে পারিনি। এ সময় এমপি ছলিম তরফদার তার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন।
হাজারো মানুষের সামনে লাঞ্ছিত করা হয়েছে অভিযোগ করে আকরাম হোসেন চৌধুরী বলেন, আমাকে অনেক গালিগালাজ করা হয়েছে।
এ প্রসঙ্গে সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার বলেন, ‘সেদিনের ঘটনা বড় কিছুর নয়। অতীতের পুঞ্জীভূত ক্ষোভের কারণেই এমনটা হয়েছে। আমরা আবার একই মঞ্চে সভা করছি।’
এদিকে এ ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। তাদের দাবি, সভা চলাকালীন একজন সাবেক এমপির সঙ্গে এমন আচরণ কখনোই কাম্য নয়।