Sunday , January 12 2025
Breaking News
Home / International / উড্ডয়নের পরই বিপত্তি : হলো না শেষ রক্ষা, ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল সবার

উড্ডয়নের পরই বিপত্তি : হলো না শেষ রক্ষা, ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল সবার

বর্তমান আধুনিক যুগে এক দেশ থেকে অন্য দেশে খুবই দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে আকাশ পথের বিকল্প দেখছে না কেউই। তবে মাঝে মধ্যেই সেই আকাশ পথেই ঘটছে নানা ভয়ঙ্কর দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা অন্যতম একটি কারণ যান্ত্রিক ত্রুটি। জানা গেছে, এবার যান্ত্রিক ত্রুটির কারণে কলম্বিয়ার মেডেলিন শহরে সোমবার একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলে বিমানে থাকা সকল আরোহীর মৃত্যু হয়।

মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিবিএস নিউজের।

মেয়র কিন্তেরো টুইটারে লিখেছেন যে সরকার তার সমস্ত সামর্থ্য দিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে।

তার টুইটের সাথে থাকা একটি ভিডিওতে দেখা গেছে যে ঘন কালো ধোঁয়া ঘরের উপর উঠছে।

টুইন-ইঞ্জিন পাইপার প্লেনটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারের দিকে যাচ্ছিল, কুইন্টেরো জানিয়েছেন কিন্তেরো।

জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানটিতে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ায় তাদের সকলেই প্রাণ হারান। এদিকে এ দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে রীতিমতো কাজ করে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

About Rasel Khalifa

Check Also

যুক্তরাষ্ট্রে ভিসা চেয়েও পাননি মোদি, জানুন নেপথ্যের কারণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ভারত কতটা উন্নতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *