বিষয়টি অনেকটা অবাক করা হলেও এবার বাস্তবেই এমনই একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলায়। যেখানে চুরির অভিযোগের আলোকে ২ বছর ১০ মাস বয়সী আল নাহিয়ান বিন হাসান নামে এক শিশুর বিরুদ্ধে মামলা করেছেন মফিজুল ইসলাম নামের এক ব্যক্তি। আর এ ঘটনায় গোটা জেলায়-জুড়েই বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায়।
চচট্টগ্রামে পুলিশ পরিচয় চুরির মামলার ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ হাসানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন মফিজুল ইসলাম। ওই মামলায় আল নাহিয়ান নামের এক শিশুকেও আসামি করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে পাপ্পি ও ববির প্রতিষ্ঠানের ম্যানেজার পরিচয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। শিশু আল নাহিয়ানসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালের নিরাপত্তা আইনের ২৫ (ক) ২৯, ৩৫ ধারায় অভিযোগ এনে আটজনকে আসামি করা হয়েছে। ওই তালিকায় ‘বোয়ালখালী আওয়ামী লীগ’কে আসামি করা হয়েছে।
জানা যায়, পুলিশের পরিচয় চুরির চেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে মনসুর আলম পাপ্পি (বাবুর ভাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে হুমকি দেন। গণমাধ্যমে প্রকাশিত খবর ফেসবুকে প্রকাশের কারণে এমন মামলা হয়েছে।
শিশুটির বাবা মোহাম্মদ হাসান বলেন, চুরির ঘটনায় অভিযুক্ত দুই ভাই পাপ্পি ও ববির বিরুদ্ধে ১৪ নভেম্বর সুস্পষ্ট প্রমাণসহ সাইবার ট্রাইব্যুনালে মামলা করি। এরআগে আমার মালামাল চুরির সময় চান্দগাঁও থানা পুলিশের হাতে আটকের ঘটনায় ৫ নভেম্বর আমার অফিস ম্যানেজের বাদি হয়ে যে মামলা দায়ের করেছে সেটির এজাহারভূক্ত আসামি পাপ্পি ও ববি, আমাকে হয়রানী করতে ঢালাও অভিযোগ তুলে তাদের কথিত ম্যানেজার মফিজকে দিয়ে পাল্টা মামলাটি দায়ের করেছেন। পাল্টা মামলা হিসাবে তাড়াহুড়ো করা এটি করা হয়েছে। . তাই আসামির তালিকায় আমার ২ বছরের ১০ মাস বয়সী শিশুর নাম ঢুকিয়ে দেয়া হয়েছে। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন বলে জানান তিনি। হাসান
এদিকে এ ঘটনার আলোকে বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমে জানান, ইতিমধ্যেই মামলাটি আদালতে দায়ের করা হয়েছে। আর যেহেতু এই মামলার সঙ্গে জড়িত দুই বছরে এক শিশু জড়িত রয়েছে, সেহেতু মামলাটি খুবই গুরুত্বের সঙ্গে খুতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।