জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন সাবরিনা শারমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
সোমবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ জুন দিন ধার্য করেন তিনি।
অভিযোগ গঠনের সময় ড. সাবরিনা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয় রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি আমলে নিয়ে ইসির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে। ২০১৬ সালের ভোটার তালিকা আপডেটের সময় সাবরিনা দ্বিতীয়বারের মতো ভোটার হয়েছিলেন। তিনি প্রথমে সাবরিনা শারমিন হোসেন হিসেবে ভোটার হন। একটিতে জন্ম তারিখ ২রা ডিসেম্বর ১৯৭৮, অন্যটিতে ২রা ডিসেম্বর ১৯৮৩। প্রথমটিতে স্বামীর নাম আরএইচ হক এবং দ্বিতীয়টিতে স্বামীর নাম আরিফুল চৌধুরী।
উল্লেখ্য, ভুয়া করোনা সার্টিফিকেট প্রদানের মামলায় ২০২২ সালের ১৯ জুলাই ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন সাবরিনা ও তার স্বামী আরিফুলসহ ৬ জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বর্তমানে সাবরিনা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত রয়েছেন।