হবিগঞ্জে ‘ভূত ভূত’ বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলার কিছুক্ষন পরেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি ভালো করে খুতিয়ে দেখে চিকিৎসকরা বলছেন, খাবারের ‘বিষক্রিয়ায়’ কারণেই মূলত তাদের মৃত্যু হতে পারে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর এলাকায়।
আজ রোববার (২০ নভেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সদর থানার থানার ওসি গোলাম মর্তুজা জানান।
শিশুটির মা ববিতা আক্তার জানান, শনিবার রাতের খাবার খেয়ে তার দুই ছেলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে দুই ভাই কুল খায়।
“এরপর দুইজন হঠাৎ ভূত ভূত চিৎকার করে বাইরে থেকে দৌড়ে ঘরে ঢুকে আমাকে ও তাদের বাবাকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে যায়।”
পরে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মমিন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে।
এ ব্যাপায়ে ওসি গোলাম মর্তুজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খুতিয়ে দেখছে পুলিশ। ওই দুই ভাইয়ের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।