ঝড় কতটা ভয়ঙ্কর হতে পারে তার সর্বশেষ লক্ষণ দেখেছে চীন। সম্প্রতি, সুপার টাইফুন ‘সাওলা’ দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ইয়াংজিতে হাই লিং দ্বীপে আঘাত হেনেছে। সে সময় ঝড়ের গতি ছিল সেকেন্ডে ২৮ মিটার।
ঝড়ের আশপাশে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী ঝড়ের অনেক মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। এর একটি ভিডিও দেখে হতবাক সবাই।
সেই সময় চীনে টাইফুন আছড়ে পড়েছিল। হঠাৎ একজন মহিলা উড়ে এসে রাস্তায় পড়ে যান। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, ঝড়ের মধ্যে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। বাতাসের তীব্রতা সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান। তিনি কোনোমতে শুনশান রোডে উঠে বসতে সক্ষম হন। কিন্তু ঝড়ের জোরে তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। সাত সেকেন্ডের এই ভিডিও দেখে হতবাক অনেকেই।
People under 50 kilograms banned from the streets in China due to Typhoon Saola
— Tansu Yegen (@TansuYegen) September 2, 2023