ঝিনাইদহে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দুই স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলাম এ আদেশ দেন।
আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী নগরীর উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভার আয়োজন করেন। এতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। তাই ওই দুই স্থানের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। আদেশ জারির পর ওইসব স্থান থেকে জনসভার মঞ্চের সব সরঞ্জাম সরিয়ে নেয় আয়োজকরা।