প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা কমিশনের ওপর আস্থা রাখতে না পারলে এবং পারস্পরিক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে পড়বে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত রংপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এর আগে রংপুর জেলার ৬টি আসনের প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন সিইসি।
এতে ভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচারণা চালানোসহ অনেক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের সতর্ক করা হয়েছে। যাতে ভোটে অংশগ্রহণকারী সব প্রার্থী সমান সুযোগ পান।
প্রধান নির্বাচন কমিশনার ও প্রার্থীদের মধ্যে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর রংপুর শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বিভাগের রংপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে ভোটের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন ও বিশৃঙ্খলামুক্ত রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।