নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও বিএনপি-আওয়ামী লীগের মতো আগামি ২৮ অক্টোবর সমাবেশের ঘোষণা দিয়েছে। তবে দলটি প্রতিবছর এই দিনে সমাবেশ করে আসছে।
জানা যায়, ২০০৬ সাল থেকে আওয়ামী লীগ লগি-বৈঠা আন্দোলনে নিহ”ত নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি পালন করলেও এবার ভিন্ন উদ্দেশ্যে এদিন কর্মসূচি পালন করেছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ নেতাকর্মী, আলেম ওলামাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ তারা।
এদিকে জামায়াতকে ঢাকায় গণসমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তবে ২৮ অক্টোবর দুপুর ২টায় রাজধানীর শাপলা চত্বরে গণসমাবেশের বিষয়ে অনড় জামায়াত। সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির নেতারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।