ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর সায়েন্স এলাকায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের নাঈম গলির সামনে, ঢাকা সিটি কলেজের প্রধান ফটকের সামনে ও সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে প্রায় ৬০ থেকে ৭০ পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় নিউমার্কেট ও ধানমন্ডি থানা ছাড়াও ডিএমপির অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তারা পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে আছি। যেকোনো ধরনের সংঘর্ষ বা এ ধরনের পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। বাস ও লেগুনা ভাঙচুর করা হয়। এ ছাড়া আহত হয়েছেন কয়েকজন।