গত কয়েক মাস আগেও প্রতিদিন এক থেকে দুইশ টাকা সংসার চলে গলেও, এখন হাজার টাকায়ও হিমশিম খেতে হচ্ছে খেটে খাওয়া লাখ লাখ মানুষকে। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে পড়া সংক্রমনের ফলে কাজ না পেয়ে রীতিমতো ভিন্ন পেশায় নামতে হচ্ছে কাউকে না কাউকে।
আর এবার এমনই একটি ঘটনা নিজের ফেসবুক পেইজে তুলে ধরলেন বিশিষ্ঠ রাজনীতি বিশ্লেষক ও কলাম লেখক আসিফ নজরুল।
পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
গতকাল রিকশায় চড়েছিলাম। দেখি ঠিকমতো চালাতে পারছে না। বললাম নতুন চালান?
দুর্বল মধ্যবয়সী রিকশাচালক লাজুক হাসি হাসলেন। তার রিকশা এদিক ওদিক চলছে, ট্রাফিক সিগন্যালে একবার পুলিশকে গালি খায় সে।
আমি বললামঃ আগে কি করতে? তিনি জানান, আগে তিনি আসবাবপত্রের কারিগর ছিলেন। কাজ করলে দিনে ৮০০ টাকা পেতেন। এখন মানুষের কাছে টাকা নেই। কাজ না থাকলে সে কিছুই পায় না। প্রতিদিন এনে প্রতিদিন খাওয়া মানুষের পক্ষে এভাবে চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই রিকশা চালাচ্ছেন।
এখন কখনো ৭০০ টাকা, কখনো হাজার টাকা পান। কিন্তু সে অনেক কষ্ট পায়। সারা শরীর ব্যাথা করে, রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না তিনি।
আমি ভাবছি এভাবে কতদিন। যেদিন সে অসুস্থ হবে, ব্যাথায় রিকশা চালাতে পারবে না, তার দিন কিভাবে যাবে?
আমার ফেসবুক বন্ধুদের কাছে একটা অনুরোধ, পারলে সবসময় একটু বেশি টাকা রিকশা চালকদের দিন। তাদের সাথে কথা বলেন। প্রতিদিন ৫০ টাকা জমা দেওয়ার পরামর্শ দিন।
এদেশে মানুষকে সাহায্য করার নিয়ত নেই কোন সরকারের। যেটুকু করে তাও অনেকাংশে লোক দেখানো। আমরা সবাই মানুষকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
সাধারণত, প্রতিদিনই হয়তো এদিক-সেদিক করে অনেক টাকাই খরচ হয়ে যায় সবারই। তবে সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে দেশের সাধারণ খেটে খাওয়ার মানুষদের দিলে, হয়তো কোনো ক্ষতি হবে না কারোর।