স্বাধীনতার ৫২ বছর পরও দেশে সর্বজনস্বীকৃত নির্বাচন ব্যবস্থা নেই। আর এ কারণে প্রতিবারই জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থা ও প্রক্রিয়া নিয়ে আস্থা ও অবিশ্বাস নিয়ে রাজনীতিতে ওঠানামা করে।
এ অবস্থা থেকে উত্তরণে রাজনীতি সবসময় আলোচনার মাধ্যমে এগিয়েছে। এবার শুরু থেকেই ক্ষমতাসীনরা আলোচনায় রাজি না হলেও সম্প্রতি তাদের শিবিরে বইছে সংলাপের হাওয়া।
সংলাপের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো চাপে আছে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির শীর্ষ নেতা ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, রাজনীতির খেলা ঘুরে গেছে, তাই বিরোধীরা সংলাপের ওপর জোর দিচ্ছে।
আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলছেন, বিদেশিদের আন্দোলনে হাওয়া না পেয়ে বিএনপি এখন নির্বাচনে আসার পথ খুঁজছে।
তিনি আরও বলেন, তারা যে কোনো উপায়ে আলোচনায় আসতে পারেন। আমরা সংবিধান অনুযায়ী আলোচনা করব। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে এ-দুনেতাই বিশ্বাস করেন।