বিমান চলে আকাশে ট্রেন চলে স্থলপথে, তাহলে কি কখনো সম্ভব বিমানের সাথে ট্রেনের সংঘর্ষের! আসলে আমরা যেটা ভাবতেও পারিনা মাঝে মাঝে সেটাই ঘটে আমাদের সাথে। সম্প্রতি প্রায় এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। পুরোপুরি এমন না হলেও অনেকটা এমনই। হঠাৎই একটি বিমান রেললাইনে আছড়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই দ্রুতগামী একটি ট্রেন ২ ভাগ করে দিয়ে রেখে যায় বিমানটিকে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে রেললাইনের ওপর হঠাৎ একটি বিমান এসে আছড়ে পড়েছে।
পুলিশ জানায়, রোববার লুইস জিমেনেজ নামে এক সুরকার একটি মিউজিক ভিডিও তৈরি করার সময় এ ঘটনাটি তার চোখে পড়ে। খবর রয়টার্স ও আরব নিউজের।
এ সময় তার চিৎকারে পুলিশ এসে দ্রুত বিধ্বস্ত বিমান থেকে গুরুতর আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করে। এর ৫ সেকেন্ড পরেই রেললাইন দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন চলে যায়।
এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পাইলট। ছোট ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরই রেললাইনের ওপর বিধ্বস্ত হয়।
দ্রুত টেনেহিঁচড়ে পাইলটকে বিমানটি থেকে বের করার কয়েক সেকেন্ড পরই ট্রেনের আঘাতে এটি দুই টুকরা হয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিওচিত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের হাতে এসে পৌঁছলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।
মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। উদ্ধারকর্মীদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
বিমানের পাইলট প্রাণে বেঁচে গেলেও ঘটনাটা ছিল গায়ে কাঁটা দেওয়ার মতো। তবে বিমানের পাইলটের এখন কি অবস্থা সে ব্যাপারে আর কোন খবর জানা যায়নি। আর বিমানটি প্রশিক্ষণ বিমান হওয়াই সেটাতে ছিল না কোনো যাত্রী, যার জন্য বড় আকারের কোন দুর্ঘটনা ঘটেনি।