প্রায় ২৯ দিন নিখোঁজের পর অবশেষে উদ্ধার হয়েছেন আলোচিত সেই রহিমা বেগম (৫২)। তবে গত দুইদিন পেরিয়ে গেলেও এখনো পরিষ্কার করে পুলিশকে কিছুই জানাননি রহিমা। তবে এরই মধ্যে এবার জানা গেল, মাকে নিয়ে খুলনা ছেড়েছেন মরিয়ম মান্নান। গতকাল রাতেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে খুলনা ছাড়েন তিনি।
সোমবার (২৬ সেপ্টেম্বর) মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন বলেও জানিয়েছেন মরিয়ম।
এদিকে, খুলনা ছাড়ার বিষয়ে মরিয়ম মান্নান বলেন, রোববার মাকে নিয়ে আদালত থেকে বের হওয়ার পর প্রথমে তিনি বয়রার বাসায় যান। তখন খুলনা মাকে নিরাপদ মনে করেনি তিনি। তাই রাতে মায়ের সাথে ঢাকায় চলে আসেন তিনি। তার সাথে তার ছোট বোন আদুরী এবং বড় ফুফুকে নিয়ে যান তিনি। রাতে ৩ জন মহিলার জন্য ঝুঁকি হবে ভেবে শ্যালককে নিয়ে আসেন তিনি। রাতে নিরাপদে ঢাকার বসুন্ধরার বাসায় পৌঁছে যান তিনি।
তিনি আরও জানান, সোমবার মায়ের সঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। মায়ের চিকিৎসার ওপর জোর দেওয়া হয়েছে।
মরিয়ম এ সময় বলেন, পুরো ঘটনায় মায়ের কোনো দোষ থাকলে তা সংশোধন করা হবে। তবে মা ভালো আছেন, আমি জমি নিয়ে চিন্তিত নই। মাকে চেয়েছিলাম, মা পেয়েছি। আমি সন্তুষ্ট তাই এখন আমাদের মায়ের নিরাপত্তার কথা ভাবতে হবে। তাই শুরুতেই মাকে খুলনা থেকে ঢাকায় নিয়ে আসছি।
এরআগে, রবিবার বিকালে রহিমাকে আদালতে হাজির করা হয়। শুনানির পর তাকে নিজ মুচলেকায় মামলার বাদী মেয়ে আদুরির জিম্মায় দেন আদালত। পরে তাকে বয়রা এলাকায় ছোট মেয়ে আদুরির বাসায় নিয়ে যাওয়া হয়।
এদিকে মাকে জীবিত ফিরে পেয়ে সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রহিমা বেগমের পরিবার। এর আগে গত ২৭ আগস্ট পানি আনতে রাত সাড়ে ১০ টায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন রহিমা বেগম।