মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ গণতান্ত্রিক মঞ্চের শীর্ষ নেতারা।
বৈঠক শেষে মান্না সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তারপরও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা হয়েছে। আমি তাকে বলেছি, আমরা এক দফা আন্দোলন করছি। আগামী মাসে কঠোর আন্দোলন করব।
উনি (খালেদা জিয়া) বলেছেন, আপনারা যারা বাইরে আছেন তারা সবাই মিলে আন্দোলন করেন। আমি দেখতে চাই আপনারা আন্দোলন করছেন, আন্দোলন করতে হবে। কোনো অবস্থায় এই সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেওয়া যাবে না।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী আনুসারি পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ আরো অনেকেই
এর আগে গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। লিভার সিরোসিস, বাত, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হার্টের জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।