২০২২ সালের কাতার বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে অনেকটা ভেঙেই পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষমেষ এই হার’ই তাদের ফাইনাল পর্যন্ত পৌঁছে দেবে, তা কে জানতো? গতকাল রোববার (১৮ ডিসেম্বর) শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি এনে দিলেন লিওনেল মেসিl
বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। দেশের জনপ্রিয় তারকা থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল ও চলচ্চিত্রের বেশির ভাগ তারকাই আর্জেন্টিনার সমর্থক। তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নাম।
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর অদ্ভুত এক কাজ করলেন টাইগারদের সফল অধিনায়ক মাশরাফি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমন একটি ভিডিও শেয়ার করেছেন সাবেক অধিনায়ক।
মাশরাফির শেয়ার করা ভিডিওতে দেখা যায় মাশরাফি মাশরাফি রাস্তায় দাঁড়িয়ে শীতের কাপড় মাথায় নিয়ে ড্রাম বাজাচ্ছেন। তাকে নিয়ে আবারও মেসি মেসি স্লোগান দেন দর্শকরা।
সেই পোস্টের কমেন্টে মাশরাফি লিখেছেন, ‘গর্ভধারণের পর ২৮ বছর অপেক্ষা করেছি। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সাথে করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই, ইনশাআল্লাহ।’
এদিকে তৃতীয়বারের মতো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এমন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়।