নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মনে করেন, সংসদে কেউ ভুল করলে তা বিএনপির ধরিয়ে দেওয়া উচিত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘এবার আমাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেমন উন্নয়ন চায়, শান্তিও চায়। আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি।
আমি মনে করি আমরা প্রথম সংসদ সদস্য এবং জনগণ দ্বিতীয় সংসদ সদস্য। এই দেশ সবার জন্য সমান। আমি একা কাজ করলে ১০০% ভাগ সফল হতে পারব না। আমি বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন এবং তার মেয়ে যে পথে রয়েছে তা আমরা বাস্তবায়ন করতে পারব। সম্মিলিত প্রচেষ্টায়, আমরা নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে পারি,” তিনি যোগ করেন।
বিএনপির কালো পতাকা মিছিল সম্পর্কে শামীম ওসমান বলেন, কালো পতাকা মিছিল হোক, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাদের বেশি বেশি কথা বলাটা ভাল। আমরা ভুল করলে তাদের ধরিয়ে দেওয়া উচিত।’
স্বতন্ত্র ও বিরোধী দল সম্পর্কে এই সংসদ সদস্য বলেন, ‘তাদের নিজস্ব চিন্তা ও বক্তব্যের অধিকার আছে। স্বতন্ত্ররা ভাল ভূমিকা পালন করতে পারবেন। ভুলগুলো তুলে ধরতে পারেন। এতে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং সরকার অনেক বেশি গতিশীল হবে।