বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার হঠাৎ করে চারটি বেসরকারি টেলিভিশন কেন্দ্র একাতার টিভি, জাহাম টেলিভিশন, চ্যানেল আই ও এনটিভিকে গোপন ব্রিফিংয়ের জন্য ডেকে পাঠান।
গত রোববার বিকেলে এই চারটি টেলিভিশনে গোপন ব্রিফিং করেন গভর্নর। ব্রিফিংয়ের বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের কার্যালয়।
এ সময় কয়েকটি শীর্ষস্থানীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে উপস্থিত থাকলেও তাদের ব্রিফিংয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বাংলাদেশ ব্যাংকে উপস্থিত সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকরা প্রতিবাদ জানান। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিটে কর্মরত সাংবাদিকরা।
মুখপত্রের কার্যালয় সূত্রে জানা গেছে, মাত্র চারটি টেলিভিশনকে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকে চ্যানেল ২৪, দৈনিক আমার সংবাদ, আজকের পত্রিকা, প্রতিদির বাংলাদেশ, শেয়ারবিজ, দেশ পার্বণ, নাও টিভি ও ঢাকাটাইমসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে তাদের ব্রিফিংয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
দৈনিক কালবেলা ও বিডিনিউজের সাংবাদিকরাও ব্যাংকে ছিলেন বলে জানা গেছে। ব্রিফিংয়ের বিষয়ে তাদের কিছু বলা হয়নি বলেও অভিযোগ।