মেট্রোর তারে ঘুড়ি আটকে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেট্রোরেলের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি আটকে যাওয়ায় পরিষেবা বন্ধ রয়েছে। সমস্যা সমাধান হলে ফের চালু করা হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি মিরপুর-১১ স্টেশনে সমস্যার কারণে মেট্রো চলাচল বন্ধ ছিল। ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সিগন্যাল সিস্টেমে সমস্যা ছিল।
এদিকে রাজধানীতে মেট্রোর যাত্রার পর বিদ্যুৎ লাইনে তার পড়া এবং ফানুস আটকে থাকাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকবার চলাচল বিঘ্নিত হয়েছে।