মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে নতুন প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন স্থানীয় চার সম্ভাব্য প্রার্থী। যার মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিল খান।
তাদের বক্তব্যে তারা বলেন, তাদের একজনকে প্রার্থী দিলে নৌকার বিজয় হবে। এ ছাড়া অন্য কাউকে নৌকা দিলে সে নৌকা চলবে না এখানে অর্থাৎ মংলা-রামপাল নদীতে। এতে ভরা নৌকা ডুবে যাবে। তাই নৌকার মাঝি বদলাতে হবে।
সোমবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় মংলা বন্দর শ্রমিক-শ্রমিক সংঘ চত্ত্বরে কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভায় বক্তারা এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন, বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্র নায়ক শাকিল খান।
এই চারজন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।