দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে দীর্ঘ দিন ধরে।শুধু তাই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচনের চাপ দিতে থাকে।কিন্তু সেসব বিষয়ে কোনো ধরনের পাত্তা না দিয়েই আবারও একতরফা নির্বাচন করে ফেলেছে আওয়ামীলীগ সরকার।তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ স্পষ্ট জানিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি।একতরফা নির্বাচনের কারণে নতুন আশঙ্কার তৈরী হচ্ছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলে।
হঠাৎ পিটার হাস কেন বঙ্গভবনে ! মন্ত্রীদের হাত ধরা ! প্রধানমন্ত্রীকে সালাম ! এইসব কিসের আলামত !
প্রসঙ্গত, যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়েছে পশ্চিমা দেশগুলোর বিবৃতি নিয়ে সরকার চিন্তিত নয়।কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশ সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে এমনটিই ভাবছে সরকারসহ বিভিন্ন মহল।