পাঁচটি ইসলামী ব্যাংকের চলতি হিসাবে টাকা সং/কটের কারণে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে ব্যাংকগুলোকে ২০ কার্যদিবসের মধ্যে চলতি হিসাবের ঘাটতি সমন্বয় করতে বলা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, “পাঁচটি ব্যাঙ্ককে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা একটা সতর্কবার্তা, সিদ্ধান্ত নয়।’
পাঁচটি ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
ব্যাংকগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস চিঠি দিতে পারে, তবে পেমেন্ট সিস্টেম বিভাগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, “ইসলামী ব্যাংকগুলোকে বেশির ভাগ সিআরআর ও এসএলআর নগদে রাখতে হয়। যার কারণে জামানত খুবই কম। এর আগে আইসিবি ইসলামিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কোনো ধরনের জামানত ছাড়াই একইভাবে ঋণ দেওয়া হতো।
তিনি বলেন, “আগামী ২০ কার্যদিবসের মধ্যে যদি ঘাটতি সমন্বয় করা না হয়, তাহলে পেমেন্ট সিস্টেম বিভাগ সিদ্ধান্ত নেবে অন্য ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করা হবে কি না।”
সংবাদ সম্মেলনে সহকারী মুখপাত্র ও পরিচালক সারোয়ার হোসেন, সাইদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।