সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেনের বাসায় বুধবার সন্ধ্যায় হঠাৎ করে হাজির হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। প্রায় দেড় ঘণ্টা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তারা। রাত সাড়ে ৮টায় বৈঠক শেষ হয়।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- ইইউ মানবাধিকার বিশেষজ্ঞ রেবেকা কক্স এবং মিডিয়া বিশেষজ্ঞ চারলত শোউবিস।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধিদল সিলেট-১ আসনসহ সারা দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অনেক প্রশ্ন করেন, জানতে চেয়েছেন। প্রতিযোগীদের সম্পর্কে জানতে চেয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশি কেউ নিতে চান, কেউ দিতে চান, রাজি না হলেই অভিযোগ করেন। বিদেশিদের অনেকেই তাদের পণ্য কেনার প্রস্তাব দেয়, আবার কেউ কেউ বলে যে তারা পণ্য ও জমি দিতে তাদের সাড়া দেয়নি, তাই তারা বিভিন্ন অভিযোগ তুলেছে।
পররাষ্ট্রমন্ত্রীর আগে সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইইউ টিম। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক প্রসঙ্গে কাইয়ুম চৌধুরী বলেন, নির্বাচনকে ঘিরে বর্তমান শ্বাসরুদ্ধকর পরিবেশ, বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর সরকারের ব/র্বর নি/র্যাতন ও দ/মন-পীড়ন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের নামে সরকার কীভাবে নাটক করছে তা সারা বিশ্ব দেখছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতায় ফেরার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে আমি প্রতিনিধি দলের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি।