ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল ঢাকায় অঘোষিত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সফরে তার সঙ্গে ছিলেন ৩ জন সহকর্মী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৭ জানুয়ারি নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর এটাই ছিল ভারত থেকে বাংলাদেশে প্রথম উচ্চপর্যায়ের সফর। ঢাকায় মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির অবনতিসহ নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
দেশের আরেকটি সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে অজিত ডোভালের আকস্মিক সফরের পিছনে একটি প্রধান কারণ ছিল মিয়ানমার জান্তার প্রতি অনুগত সৈন্যদের অব্যাহত পরাজয় এবং উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য ভারত ও বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা। বিরোধীদের প্রতিরোধ সহ্য করতে না পেরে, গত নভেম্বর থেকে ৭০০ আধাসামরিক বর্মী সীমান্ত বাহিনী ভারতে আশ্রয় নিয়েছে। গত কয়েকদিনে শত শত বার্মিজ সীমান্ত সেনা বাংলাদেশে প্রবেশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স/শস্ত্র কিন্তু পরাজিত মিয়ানমারের সেনারা সীমান্ত পেরিয়ে ভারত ও বাংলাদেশে আশ্রয় নেওয়া উভয় দেশের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে দিল্লি ও ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারাও হু/মকি বোধ করছেন।
এদিকে এ বিষয়ে ঢাকা বা নয়াদিল্লি কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিশেষ সামরিক ফ্লাইটে তারা বাংলাদেশে সংক্ষিপ্ত সফর করেন। শনিবার (বাংলাদেশ সময়) বিকেল ৫টা ৪৫ মিনিটে, IFC0064 নম্বর বহনকারী ভারতীয় বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের ইমিগ্রেশন শেষ হয় ৬টা ২০ মিনিটে। এনএসএ বহনকারী ফিরতি ফ্লাইটটি রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকা ছেড়ে যায়।