ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান।
বুধবার দুপুর দেড়টায় তিনি নির্বাচন কমিশন ভবনে তিনি পৌঁছান। এরপর তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যান।
ডিএমপি কমিশনারের কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু স্বাভাবিক রয়েছে।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নির্বাচনী ভবন ঘেরাও কর্মসূচিকে ঘিরে কোনো হু/মকি ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক দলের বিষয়।
এদিকে বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, র্যাব, বিজিবিসহ সব নিরাপত্তা সংস্থা।
বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপি কার্যালয় নয়াপল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে র্যাব ও পুলিশ ইতোমধ্যে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।