প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিউইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা নিউইয়র্কের জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে মুখোমুখি অবস্থান নেন।
এদিকে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৪২ মিনিটে দেশের জেএফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে বের হওয়ার পথে দেখা যায়, সড়কের দুই পাশে অবস্থান করছেন দুই দলের নেতাকর্মীরা। নিউইয়র্ক পুলিশ তাদের সামলাতে হিমশিম খায়। তাদের স্লোগান দিতেও দেখা যায়। উভয় দল একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয়।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ রোববার সন্ধ্যায় জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে আনন্দ সমাবেশ এবং একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র বিএনপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০১ (সোনার তরী) যাত্রা করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল ১০টা ১২ মিনিটে ঢাকা ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।