তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মা/রা যান।
ব্যারিস্টার মইনুল হোসেনের ব্যক্তিগত সহকারী রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, গত ৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।তিনি ক্যান্সারের রোগী ছিলেন।
তিনি জানান, আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ব্যারিস্টার মইনুল ২০০৭ সালে গঠিত ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন।
এ সময় তিনি তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক, গৃহায়ণ ও গণপূর্ত ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।