৭৯ বছর বয়সে চলে গেলেন অঞ্জনা ভৌমিক। নীলাঞ্জনা সেনগুপ্তের মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ষাট থেকে আশির দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে তার উজ্জ্বল উপস্থিতি ছিল। অনেক দর্শক এখনো তাকে মনে রেখেছেন। চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’’-এর মতো ছবিতে তার অভিনয়ের কথা এখনও মনে রেখেছেন দর্শকরা। তাঁর এবং উত্তম কুমারের অন-স্ক্রিন রসায়ন দর্শকদের পছন্দ হয়েছিল। বহু বছর আত্মগোপনে ছিলেন অঞ্জনা। দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা একই সঙ্গে অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন টেলিপাড়ার একজন সফল প্রযোজক। চুটিয়ে অভিনয় করছেন তার স্বামী অভিনেতা যীশু সেনগুপ্ত। কয়েক বছর আগে যীশু-নীলাঞ্জনার বড় মেয়ে অর্থাৎ অঞ্জনার নাতনি সারার টলিউডে অভিষেক হয়েছিল ‘উমা’ সিনেমার মাধ্যমে।