ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (২০ নভেম্বর) রাতে ডিবি অফিসে যেতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে কেন তিনি সেখানে গেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী।
পরে গুজব রটে যে, ‘প্রেমের’ কারণে মাঝরাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে অসুস্থতার বিস্তারিত জানান তিনি।
অভিনেত্রী বলেন, ‘ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ। ‘
অভিনেত্রী আরও বলেন, ‘যারা আমাকে ক্ষতি করেছে বা আমার ক্ষতি করার চেষ্টা করছে, প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে আমি শীঘ্রই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সংবাদ সম্মেলন করব। ‘
এদিকে অসুস্থতার মধ্যে ভিন্ন ও মিথ্যা তথ্যে খবর প্রকাশিত হওয়ায় সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন অভিনেত্রী। প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে তিশা তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন। ওই স্ট্যাটাসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন তিশা। যদিও পরে সেই স্ট্যাটাস আর দেখা যায়নি।