ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসেছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারা ডিবি কার্যালয়ে আসেন।
সূত্র জানায়, কৌশিক ও অপু বিশ্বাস দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি নিরসনে ডিবি কার্যালয়ে আসেন। বর্তমানে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে অফিসে আলোচনা চলছে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তাপস, তার স্ত্রী মুন্নি ও অভিনেত্রী শবনম বুবলী। ওই দিন ফেসবুকে মুন্নি লেখেন, ‘তাপস ও বুবলি প্রেম করছেন। বুবলী যেমন অপু বিশ্বাসের জীবন ধ্বং/স করেছে, ঠিক তেমনি আমার পরিবারকে ধ্বং/স করছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্তঃসত্ত্বা হয়েছেন। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার কিছু হলে তাপস ও বুবলী দুজনেই দায়ী থাকবেন।’
পরে গণমাধ্যমে মুন্নি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। পোস্টটি করেছে হ্যাকাররা। কয়েকদিন পর মুন্নির একটি অডিও কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এই পুরো ঘটনাকে নিজের বিরুদ্ধে ষ/ড়যন্ত্র বলে দাবি করেছেন শবনম বুবলী।
তাপস-মুন্নি দম্পতির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করছেন বলে জানান এই অভিনেত্রী। যা এমন গুজব ছড়াচ্ছে যে একটি চক্র সইতে পারছে না।
ঘটনার কয়েকদিন পর এক টেলিভিশন সাক্ষাৎকারে মুন্নি জানান, অভিনেত্রী অপু বিশ্বাস তার অনুমতি ছাড়াই কল রেকর্ড করেন। ওই সময় তিনি মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না বলে দাবি করেন তিনি।