গত ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনো বাড়ে আবার কখনো কমে। বিপিএল শুরুর আগে সেই সমস্যা আবার বাড়ল। রোববার চশমা পরে রংপুর রাইডার্সের অনুশীলনে আসেন সাকিব।
সাকিব প্রথমে দেশেই চোখের চিকিৎসা নেন। তবে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে রুটিন চেক-আপ করা হয়েছে। সমস্যা এখনো আছে। কখনো কমে আবার কখনো বাড়ে।’
এর আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, পুরো বিশ্বকাপ জুড়েই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন তিনি। যার কারণে শট খেলতে গিয়ে সমস্যা হয়েছিল, “বিশ্বকাপে শুধু দু-একটি ম্যাচ নয়, পুরো বিশ্বকাপেই চোখের সমস্যায় ভুগছি।”
নিজের সমস্যার কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘আমি যখন সেখানে (ভারতে) ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখনও আমার কর্নিয়া বা রেটিনায় পানি ছিল। তারা আমাকে ড্রপ দিয়েছে এবং এটি চাপ কমানোর জন্যও বলা হয়েছিল। আমি জানি না এটি সমস্যার কারণ কিনা (দৃষ্টি প্রতিবন্ধী)। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা দিলাম, তখন আমার কোনো চাপ ছিল না। ডাক্তারকে বললাম, বিশ্বকাপ নেই। তাই কোনো চাপ নেই।’
চিকিৎসা বিজ্ঞানের মতে, একজন মানুষ অনেক বেশি মানসিক চাপ বা চাপের মধ্যে থাকলে তার চোখে সমস্যা হতে পারে। যেহেতু চোখ সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত, তাই স্ট্রেস হরমোন নিঃসরণ চোখকে প্রভাবিত করতে পারে। এই হরমোন নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টি অবরুদ্ধ হয়। বর্তমানে সেই সমস্যায় ভুগছেন সাকিবও।