প্রবীণ ভোজপুরি অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (৭২) মা/রা গেছেন। রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেতা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন।
দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হন অভিনেতা। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাই ফিরেছেন।
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্রিজেশের ক্যারিয়ার প্রায় পাঁচ দশক বিস্তৃত। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিষেক ঘটে। তবে ভোজপুরি ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ব্রিজেশের প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’ ১৯৮০ সালে মুক্তি পায়। ভোজপুরি শিল্পে প্রবেশের আগে ব্রিজেশ অসংখ্য হিন্দি সিরিয়ালে অভিনয় করেছিলেন। দর্শকরা তাকে পর্দায় দেখেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষানের মতো অভিনেতাদের সঙ্গে।
বলিউডে অভিনয় করা সত্ত্বেও, ব্রিজেশকে তার ভক্তরা ভোজপুরি শিল্পে তার অনেক জনপ্রিয় ভূমিকার জন্য স্মরণ করে। রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিং এবং কেশরী লাল যাদবের মতো শক্তিশালী ভোজপুরি অভিনেতাদের সাথে অভিনয় করেছেন। ব্রিজেশের মৃ/ত্যুতে শোকস্তব্ধ ভোজপুরি শিল্প।
প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষাণ বলেন, ‘আমরা একসঙ্গে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছি। তাঁর মৃ/ত্যুতে ভোজপুরি সিনেমার এক যুগের অবসান হল। তার আত্মার শান্তি কামনা করি।