বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চান।
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গত বছরের ১৭ ডিসেম্বর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে তলব করে হাইকোর্ট। তাকে আদালতে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আদালত।
গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নূরের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জানা গেছে, বিজয়নগর পানির ট্যাংক মোড়ের এক সমাবেশে নুরুল হক নূর আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। ওই প্রতিবেদন আদালতের নজরে আনা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কালিপদ মৃধা জানান, নুরুল হক নূরকে তার বিরুদ্ধে আদালত অবমাননার রায়ের ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি আদালতে তলব করা হয়।