ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তারকা অভিনেতা ওমর সানী। অনেক দিন পর. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি।
দীর্ঘদিন পর্দায় না থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা। তাকে ফেসবুকে বিভিন্ন ঘটনা নিয়ে লিখতে দেখা যায়।
এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন অভিনেতা।
পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু মানুষ যাচ্ছে তাই বলে যায়, আমরাও দেখি আমাদের সমিতিও দেখে কিন্তু তারাও না দেখার ভান করে আর আমরাও কিছু বলি না। সময় এক সময় ফিরিয়ে দিবে, কি লাভ সমিতি রেখে, আপনাদের কাজটা কি?’
তবে হঠাৎ করে কেন এমন পোস্ট করলেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
ওমর সানী ১৯৯২ সালে নূর হোসেন বলাই পরিচালিত চলচ্চিত্র ‘এই নিয়ে সংসার’ দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ ছবিতে মৌসুমীর বিপরীতে প্রথম অভিনয় করেন এই অভিনেতা। পরবর্তীতে ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ ছবিতে প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করেন ওমর সানী। ওমর সানীও ভিলেন হিসেবে সফল।
ওমর সানির উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- চাঁদের আলো, প্রেম পতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম ইত্যাদি।