সোমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে আবেদন করেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। এর মধ্য দিয়ে রাজশাহী-১ আসনে তার প্রতিদ্বন্দ্বিতার বাধা দূর হয়েছে।
প্রার্থিতা ফেরত পাওয়ার পরদিন মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন এই অভিনেত্রী। আজ বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন তিনি।
মাহিয়া মাহি গণমাধ্যমকে জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে আজ রাতে ঢাকা ত্যাগ করছেন। এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দোয়া নিতে আসেন তিনি।
ভোটারদের কাছে যিনি বেশি জনপ্রিয় তিনিই নির্বাচনে জয়ী হবেন বলে জানান এই অভিনেত্রী। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেও আমি আওয়ামী লীগের কর্মী। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রাতেই নির্বাচনী প্রচারণা শুরু করতে রাজশাহী যাচ্ছি।
এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এই অভিনেত্রী।