একসাথে দেশের ৪০টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ পুলিশ। বাংদেশে এক সাথে এত নিয়োগ পুলিশ বিভাগের ইতিহাস বলা চলে। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন পদে পাঠানো হয়েছে।
দেশের ৪০টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন পদে পাঠানো হয়েছে। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ৪০টি জেলা থেকে নতুন এসপি নিয়োগ করা হলো।
উল্লেখ্য, পদন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মো. মাছুম আহমদ ভূঁইয়াকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুর। এসপি করেছেন।