এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, তার গাড়িতে হামলা চালিয়েছে বিএনপি’র লোকজন, এমনটাই অভিযোগ উঠেছে। বিচারপতির গাড়ির চালক এবং সাথে থাকা দেহরক্ষী জানিয়েছেন, বিএনপি’র মিছিল থেকে বেশকিছু লোকজন তার গাড়িতে হামলা চালায় এবং গাড়ির বিভিন্ন অংশ ভা”/ঙচুর করে।
বুধবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পল্টনে মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হাম”লা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা গাড়ি ভাঙ”চুর করে এবং সঙ্গে থাকা সরকারি বন্দু”কধারীর ওপর হা”মলা চালায়।
এ বিষয়ে বিচারপতি মানিক গানম্যান মো. রফিক বলেন, বিকাল ৪টা থেকে সাড়ে চারটা পর্যন্ত পল্টনে স্যারের গাড়িতে হাম”লা হয়। শুধু গাড়ি নয়, স্যার, তার ড্রাইভার ও আমার ওপরও হা”মলা হয়েছে। সেদিন সেখানে বিএনপির জনসভা ছিল। সমাবেশ থেকে এ হা”মলা চালানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, এমন হাম”লার খবর আমরা পেয়েছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আসতে বলা হয়েছে। তিনি আসলে বিস্তারিত জানতে পারবো।
তবে ঠিক কি কারণে বিএনপি’র মিছিল থেকে হাম”লা চালানো হয়েছে সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। এ বিষয়ে সাবেক এই বিচারপতিকে ডাকা হবে বিস্তারিত জানার জন্য এমনটাই বলেন এডিসি। তবে সেখানে উপস্থিত একজন ব্যক্তি জানান, ‘হঠাৎ করেই কিছু লোক তার গাড়িতে হামলা চালাতে দেখা যায়। তারা কারা ছিল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেনন.’