কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী হঠাৎ করেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওপর ক্ষেপেছেন হয়েছেন। করেছেন নানা মন্তব্য। তিনি বলেন, তিনি (পিটার হাস) বাংলাদেশের নির্বাচন নিয়ে এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশের নির্বাচন নয়। নির্বাচন আমাদের দেশের। আমরা আমেরিকায় থাকি না, বাংলাদেশে থাকি।
তিনি বলেন, আমেরিকা স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করব নাকি বউ তালাক দেব, মেয়ের বিয়ে হবে নাকি ছেলের বিয়ে করাব- এই চিন্তাভাবনা করা উচিত নয়।।
শুক্রবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী এ কথা বলেন।
জাতীয় নির্বাচনের আগে সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “তিনি (পিটার হাস) তিন দলকে চিঠি দিয়েছেন। বাংলাদেশে আর কোনো দল নেই? তিনিই তো তিনটা দলকে চিঠি দিয়ে ভাগ করে ফেলেছেন, দেশকে বিভক্ত করেছেন। এটা চরম অন্যায়। এর জন্য বাংলাদেশের জনগণের কাছ থেকে তার অনুমোদন নেওয়া উচিত।
তিনি বলেন, তারা যে তিনটা দেশকে চিঠি দিয়েছেন এটা দেশের সংবিধান অনুসারে, রাষ্ট্রের নাগরিক হিসেবে তিনি জঘন্য অপরাধ করেছেন। সেজন্য তাকে আইনের আওতায় আনা যেতে পারে।
নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট করি তাহলে নির্বাচন করব কার সঙ্গে? বিএনপি নির্বাচনে নেই, জাতীয় পার্টিও টানাটানি করছে। আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট গড়ি, তাহলে জনগণ কাকে ভোট দেবে?’
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘আমরা হয়তো তিনশ আসনে প্রার্থী দিতে পারব না। আমাদের সেই প্রস্তুতি নেই, আমরা এত বড় দল নই। তবে আমরা অনেক আসনে প্রার্থী দেব। অন্য দলের লোকজনকেও আমাদের দল থেকে গামছা মার্কা উপহার দেব।