প্রতিদিনের মতই স্বাভাবিক ভাবে চলছিল কলকাতা বিমান বন্দরের কার্যক্রম। তবে আজকের দিনটি প্রতিদিনের মত হয়নি সেখানে।হঠাৎ করেই পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে দেখা মিলল যুদ্ধবিমানের। বেশ কয়েকটি যুদ্ধবিমানকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সেখানে।
আবার একটি, দুটি নয়, নয়টি যুদ্ধবিমান একসঙ্গে দেখা গেছে। সবগুলোই কোরিয়ান ফাইটার জেট (T50B)। কালো-হলুদ বিমানে লেখা কালো ঈগল।
কিন্তু কোথাও কি কোনো যুদ্ধ আছে? এই প্রশ্ন যখন উঠছে, তখন বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের হুমকি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করেছে যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলি জ্বালানি নিতে এবং পাইলটদের বিশ্রাম নিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।
এ দিকে খোজ নিয়ে জানা গেছে ঐ ফাইটার জেট গুলো মুলত ট্রেনিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর সেই উদ্দেশ্যেই দক্ষিন কোরিয়া থেকে ঐ ফাইটার জেট গুলো ইংল্যান্ড গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে। বিশ্রামের জন্যই মুলত কলকাতা বিমানবন্দরে অবস্থান নেয় তারা।