বিএনপি বিদেশিদের কথায় আন্দোলন করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির এক সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে চন্দ্রিমা উদ্যানে জেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করত তাহলে আন্দোলন ছেড়ে ঘরে ঘুমাতো। বিএনপি ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালাচ্ছে।
সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে বিএনপির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। তারা তাদের নীতি অনুযায়ী কাজ করছে। বিএনপি জনগণের মুক্তির আন্দোলন চালিয়ে যাবে।
বিএনপির এই নেতা বলেন, শুধু বিদ্যুত নয়, সব কিছুর দামে জনগনের আজ ত্রাহি অবস্থা। সরকার জনগণের কথা না বলে মুখে মুখে সব কিছুর দাম বাড়িয়ে দেয়।