কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী আরফানুল হকের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, আরফানুল হক তার কর্মের মাধ্যমে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
গত ৬ ডিসেম্বর মেয়র আরফানুল হক রিফাতকে রাজধানীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থা অপরিবর্তিত থাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ১০ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এবং সিঙ্গাপুর সময় রাত সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলতি বছরের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত জয়ী হন। তিনি ১০৫টি কেন্দ্রে ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট।