শরীয়তপুরের ডামুড্যায় সাপের কামড়ে মজিবর হাওলাদার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মজিবর হাওলাদার ধানকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে ধানকাঠি ইউনিয়নের মাটিরহাট বাজার এলাকায় ধানক্ষেতের আগাছা পরিষ্কার করতে যান মজিবর হাওলাদার। আগাছা পরিষ্কার করার সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি তার পরিবারকে জানালে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক না থাকার অজুহাতে তাকে সাপের কামড়ের অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে আর কোন উপায় না দেখে মুজিবর হাওলাদারকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
মজিবর হাওলাদারের পুত্রবধূ সুমন দেওয়ান অভিযোগ করে বলেন, ডাক্তার না থাকায় অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার শ্বশুর ভ্যাকসিন দেয়নি। তারা যদি তখন ভ্যাকসিন দিতেন তাহলে হয়তো আজ তিনি বেঁচে থাকতেন। চিকিৎসকের অসহযোগিতায় তার মৃত্যু হয়েছে।
ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা (রতন) বলেন, মজিবর ভাইয়ের মৃত্যু অগ্রহণযোগ্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত নার্স বলেন, ডাক্তার লাঞ্চ করতে গেছেন, আপনি অপেক্ষা করুন। সাপে কাটা রোগী তার সাথে অপেক্ষা করলে কিভাবে বাঁচবে? পরে জরুরি সেবার নম্বরে কল করতে বাধ্য করা হয়। ডাক্তারের কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিবুর রহমান বলেন, হাসপাতালে সাপে কাটা রোগীদের ভ্যাকসিন রয়েছে। এছাড়াও যে কোন ডাক্তার সেই টিকা দিতে পারেন। ঢাকায় এ বিষয়ে জানতে পারিনি। একজন ডাক্তার ডিউটিতে ছিলেন কিনা আমি পরীক্ষা করব। আর কেন টিকা দেওয়া হয়নি? চিকিৎসকের কোনো গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।