নির্মাণের মাধ্যমে খ্যাতি পাওয়া পরিচালক মোস্তফা সরিয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সোমবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
অভিনেত্রী বলেন, চিকিৎসকরা জানিয়েছেন নির্মাতা ফারুকী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এ কারণে তাকে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিনেত্রী তিশাও তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাঝরাতে পরিচালক ফারুকীর শারীরিক অবস্থা সম্পর্কে তার স্ত্রী তিশা জানানোর পর আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এবার কথাসাহিত্যিক আনিসুল হক শেষ সবশেষ অবস্থা জানালেন নির্মাতার।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে আনিসুল হক তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে বলেন, ফারুকীর অবস্থা স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হওয়ার আশা করছেন চিকিৎসকরা।
এই কথাসাহিত্যিক লিখেছেন, “মোস্তফা সরিয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। চিকিৎসক আশা করছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসকেরা এখন আশা করছেন, কোনো ইন্টারভেনশন প্রয়োজন হবে না। দোয়া করবেন।গতকাল সন্ধ্যায় তিশা মাইল্ড স্ট্রোক আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ ন/ট অ্যালাউড।’
এদিকে আগের রাতে হঠাৎ করেই ফারুকীর ব্রেন স্ট্রোকের খবর জানালে ভক্ত-শুভানুধ্যায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। নেটিজেনরা তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতে দেখা যাচ্ছে।