ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। গত ৪ আগস্ট মাদক আইনে করা মামলায় রাজধানী বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। তবে পরবর্তীতে দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর জামিনে জেল থেকে ছাড়া পেলেও এ মামলায় প্রায় আদালতে হাজিরা দিতে হয় তাকে। তবে এবার অসুস্থ থাকায় আদালতে আসতে পারলেন না তিনি। সেই সুবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। এ মামলায় অভিযোগ গঠনের জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন।
এ দিন পরীমণি আদালতে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এছাড়া আদালতে মাদক মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন উপস্থিত ছিলেন। আগের শর্তে আদালত তাদের জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন।
নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে বলেন, ‘পরীমণি আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তার ভার্টিগো রোগটি বেড়ে যায়। তিনি গাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যান। এ অবস্থায় তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা চার্জশুনানি পেছানোর আবেদন করেছি।’
গত ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়।
এদিকে মাদক আইনে করা মামলায় দফায় দফায় পরীমনিকে রিমাণ্ডে নেয়ায় এরই মধ্যে দুই বিচারককে জবাবদিহি করেছে হাইকোর্টে। জানা গেছে, জামিনে জেল থেকে বের হয়ে আবারও আগের পরিবেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন পরীমনি। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।