বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হটাৎই গিয়ে উপস্থিত হন নিখোঁজ হয়ে যাওয়া বিএনপির নেতা সুমনের বাড়িতে। খোঁজ নিয়ে জানা গেছে আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় ঢোকেন। সেখানে তিনি প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। তারপর ঘর থেকে বেরিয়ে যান।
বেরিয়ে আসার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। সুমনের পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা লিকা জনসনও উপস্থিত ছিলেন।
২০১৩ সালে নিখোঁজ হয়ে যান বিএনপির নেতা সুমন। আর সেই থেকেই এত গুলো বছর পেরিয়ে গেলেও এখন কোনো খোঁজ মেলেনি তার। সরকার থেকে তাকে খোঁজার কথা জানানো হলেও এখনো মেলেনি তার কোনো সুসংবাদ। তার পরিবার এখনো রয়েছেন তার অপেক্ষায়।