বলিউডের সুপার স্টার অভিনেতা ও ‘ভাইজান’ খ্যাত তারকা সালমান খান। যিনি অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গান গেয়েও কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতি গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন গুণী এই অভিনেতা। আর এর পেছনে রয়েছে অন্যতম এক কারণও। জানা যায়, বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ ”’হ”’ত্যা””’র’ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এরই ধারবাহিকতায় সালমান খান, অক্ষয় কুমার ও অনুপম খেরের নিরাপত্তা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার।
ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণের পূজা করে বলে জানা গেছে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগের পর থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তাকে শত্রু মনে করেন। কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের। বেশ কয়েকবার সালমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন লরেন্স। কয়েকদিন আগে প্রাণনাশের হুমকি পাওয়ার পর সালমানকে ব’ন্দুকে’র লাইসেন্স দেয় মুম্বাই পুলিশ। এবার মহারাষ্ট্র সরকার তাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাই পুলিশ সালমান খানকে নিরাপত্তা দিচ্ছে। এখন থেকে তিনি ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। যে কারণে চারজন সশস্ত্র নিরাপত্তা কর্মী সবসময় সালমান খানের সঙ্গে থাকবেন।
একজন পুলিশ কর্মকর্তা মিড-ডে-কে বলেন- “রাজ্য বা কেন্দ্রীয় সরকার হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।” উদাহরণস্বরূপ, সম্প্রতি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তাদের নিরাপত্তা ‘জেড প্লাস’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আর তাদের পরিবারের অন্য সদস্যরা পাচ্ছেন ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা।
এর আগেও গত কয়েকমাস আগেই সালমানকে সুযোগ পাওয়া মাত্রই দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি আসে, আর এরই জের ধরে তার জীবনের নিরাপত্তা আরো বাড়িয়ে দেয়া হয়।