‘মাশরাফি বিন মুর্তজা’ নামটা বাংলাদেশ ক্রিকেটের একটা আবেগের নাম। ২২ গজের লড়াইয়ে কখনো দমে যাননি তিনি। বুদ্ধিমত্তা এবং দল পরিচালনার কৌশল দিয়ে মাতিয়েছেন সব সময় দর্শকের হৃদয়। সফলতাও পেয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বারবার। ক্রিকেটের থেকে অবসর হলেও ক্রিকেটকে নিয়ে কথা উঠলেই যেন তার নামটা থাকে সবার শীর্ষে। আসবে না জেনেও যাকে এক নজর দেখার জন্য বসে থাকে দর্শকের মন। তবে ক্রিকেট না খেললেও মাঠে আনাগোনা তার কখনোই কমেনি। সম্প্রতি মিরপুর স্টেডিয়ামে খেলা চলাকালীন সময় বাংলাদেশ দলের বড় ভাই অভিভাবক মাশরাফি বিন মুর্তজা কে দেখা গেল মাঠে। দর্শকদের উল্লাস এবং কৌতুহল যেনো আরও বেড়ে গেল।
উইকেটে তখন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানের ব্যাটে হার এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। টিভি স্ক্রিনে ধরা পড়লেন হসপিটালিটি বক্সে বসা তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজটা খেলতে পারেননি তিনি। কিছুক্ষণ পর মাশরাফি বিন মুর্তজাকে দেখা গেল। পরে জানা গেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকেই বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মাশরাফি।
যদিও সন্ধ্যায় জানতে চাইলে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সাবেক অধিনায়ক। মাশরাফি বলেছেন, ‘আমাকে ডাকা হয়েছিল। আমি গিয়েছি। আর এমন কিছু না।’ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতাই হয়তো পাপন-মাশরাফির আলোচনার বিষয় হতে পারে।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ইচ্ছা রয়েছে সাবেক এই অধিনায়কের, তবে এখনো প্রস্তুতি শুরু করেননি বলে জানান মাশরাফি।
জাতীয় দলে তার নাম না থাকলেও দলের কাছে তিনি বড় ভাই, তিনিই অভিভাবক। যে পাপনের জায়গায় তাকে দর্শকেরা বিসিসিআইয়ের সভাপতি হিসেবে চেয়েছিল সেই পাপনের ডাকে ম্যাশ মাঠে। এযেন আরো কৌতুহল বাড়িয়ে দিল দর্শকের মাঝে। যদিও তাদের কি কথোপকথন হয়েছিল সে ব্যাপারে মাশরাফি গণমাধ্যমকে কি কিছুই বলেনি। তবে কি হতে যাচ্ছে এ নিয়ে যেন ক্রিকেট পাড়ার শুরু হয়েছে নতুন কৌতূহলের।